Terms & Conditions (শর্তাবলী)
সফটওয়্যার বিক্রয়:
-
ক্রয়কৃত সফটওয়্যারের লাইসেন্স গ্রাহক শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবেন।
-
সফটওয়্যারের কোনো অননুমোদিত কপি, পুনর্বিক্রি বা শেয়ার করা যাবে না।
-
আপডেট ও মেইনটেন্যান্স নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি থাকবে; পরবর্তীতে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
হার্ডওয়্যার বিক্রয়:
-
প্রদর্শিত ছবির সাথে বাস্তব পণ্যের ডিজাইনে সামান্য ভিন্নতা থাকতে পারে।
-
হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রস্তুতকারকের ওয়ারেন্টি নীতি প্রযোজ্য হবে।
-
ডেলিভারি সময় গ্রাহক পণ্য চেক করবেন; ডেলিভারির পরে শারীরিক ক্ষতির অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।
সার্ভিস:
-
সার্ভিস চার্জ, সময়সীমা ও শর্ত আলাদা চুক্তিতে উল্লেখ থাকবে।
-
সার্ভিস চলাকালীন যদি অতিরিক্ত কাজ বা সময়ের প্রয়োজন হয়, তা গ্রাহককে জানানো হবে।